চোখ বুজলেই কেবল শুনি
আল্লাহু নামের মিষ্টি ধ্বনি,
সেই নামের জিকিরে হরদম
চাঁদ তারাদের কানাকানি-।...


ঐ সাগরও জানে সেই মধুর নাম
তার বুক থেকে ছুটে এসে ঢেউ
একটানা সুরে গাইছে সে গান।
আমি দেখি খোদা চোখ মেলে দেখি
তোমার নাম নিয়ে দিনে রাতে
জোয়ার ভাটায় হচ্ছে কত টানাটানি ।।


ঐ আকাশও জানে সেই মধুর সুর
তার বুক থেকে তাই বৃষ্টি ঝরে পড়ে
ঝুর ঝুরিয়ে গায় সে নাম আল্লাহুর।
আমি টের পাই খোদা অনুভবে তার
তোমার নাম নিয়ে সাত আসমান জুড়ে
হচ্ছে কত কাড়াকাড়ি কত জানাজানি ।।