আল্লাহ্‌ তোমার গান শুনি
পাখির মিষ্টি গানে,
আল্লাহ্‌ তোমার নাম দেখি
ফলমূলে বাগানে।


যাদের বুকে আল্লাহু নাম
রাখছে প্রেম যতনে,
তোমার নামের কি মহিমা
তারাই কেবল জানে।


ভোরের সুর্য তপ্ত হলে
শিশির যেমন টানে,
তোমার নামে নিঃশ্বাসে নিলে
কালিমা হারায় প্রানে।


তোমার নামের মেঘ দেখি
তাকালে আকাশ পানে,
তোমার নামের সুর গুনি
বৃষ্টি ধারা বাজলে কানে।


চাঁদ তারা সুর্য হাসে
তোমার নামের রওশনে,
মৌমাছিরা ফুলে মধু পায়
তোমার নামের শ্রেষ্ঠ গুনে।


পাহাড় পর্বত দাঁড়িয়ে থাকে
ভার সাম্যতার খিলানে,
তোমার নাম হয় না কভু শেষ
সাগর নদীর শেষমিলনে।


ফুল হাসে ফল দেবে বলে
তোমার নামের রস সিঞ্চনে,
আল্লাহ্‌ নামের গান শুধু গায়
বেভুল ভ্রমর তার গুঞ্জনে।


তোমার নামেই হবে বিচার
অর্জিত সব পাপ পুণ্যে,
সাবধানতার বাণী শুনি তাই
পাতলে দু’কান মহা শুন্যে।


সবখানে শুনি তোমার নাম
তোমায় দেখি সবখানে,
তবুও এ মানব জন্ম আমার
উদাস থাকে তোমার পানে।