পাথুরে কান্নার জলেও তো জন্ম নেয়
ফনিমনসার রসালো সবুজ বাগান,
ক্ষুদ্র বালুকণার আঘাতেও তো জন্ম নেয়
ঝিনুকের মাঝে মসৃণ মুক্তার উপাখ্যান।


মনঃকষ্টেই যেন আকাশের উদর থেকে
জন্ম নেয় শ্রাবনের উতলা কালো মেঘ,
পাহাড়ের বুক চিরে জলের যে ঝর্ণা বয়
এ যেন তার মৌন ভেজা ভেজা আবেগ।


পৃথিবীর শরীর ফুঁড়ে উড়ে আগুনের ধোঁয়া
তবুও আঁকড়ে ধরে সে প্রকৃতির সবুজকে,
তোমার এত যে উপেক্ষা আর অবজ্ঞার কষ্ট
তবুও কেন যে ভালোবাসি তুমি অবুঝকে।


এত খাঁ খাঁ উত্তাপ তবু সাগর ছুঁয়ে যায়
মরুভূমির নির্জন বালিয়াড়ি ক্ষুব্ধ তীর,
তুমি কষ্ট দিলেও পাই কষ্টের মাঝেই সুখ
হতাসার ভেতর দেখি স্বপ্নরা করে ভিড়।  


জন্মের পর মৃত্যু তার ওপারেই তো থাকে  
মৃত্যুহীন আজন্ম চেনা অচেনা বসবাস,
সেখানেও আমি পথ চেয়ে থাকব বসে
জানি তুমি নেবেই চিনে আমার আবাস।