মশা


মশা কেন কানে বাজে?
রক্তে তোলে জ্বালার দহন,
নিজের গালে নিজেই মারি চড়
তবুও তার হয় না মরণ।


জীব হত্যা মহা পাপ
অবলীলায় মারছি তবু মশা,
জানি না কি জবাব দেবো তাকে
আমারই বা করবেন কি দশা।


এমন ভাবনায় ক্ষনে ক্ষনে
থমকে থাকে মনের জ্বালা,
মশার কাছে হাত জোড় করি
শব্দে লাগে কানে তালা।