এখন চারিপাশে কেমন যেন শুন্যতার বিচরণ  
তবু শূন্যতায় কি স্খলন হবে আমার সম্বিত,
শুন্যতার অন্তরীক্ষেই আমি খুঁজি সত্তার অস্তিত্ব
পুর্ণ্যতার ভান্ডার শুন্যেই গড়ে নতুনের ভীত।


এর নামই বিশ্বাস আর একেই বলে বাঁচা
মরার আগেই মরে কেবল ভীরু কাপুরুষ,
নিজেকে খুঁজি না বলেই অন্ধকারে বিক্ষিপ্ত চলা
নিরবে ধ্বংস করে মূর্খতার প্রজ্জ্বলিত তুষ।


হাঁটা যখন শিখেছি তখন দৌড়ানোই সংগত
অথচ পথেই থেমে যেতে বলছে কেউ কেউ,
এ কেমন ষড়যন্ত্র কেমন নেপথ্য ভীরুতা
অবেলাতেই বিখন্ড করছে যৌবনের ঢেউ।  


আমি হাঁটতে হাঁটতে সম্মুখে দৌড়াব আর
খঁজে নেব আমার আগামি দিনের নিস্কন্টক পথ,
হৃদয়ে বিশ্বাস অটুট প্রেমের জন্য এটাই হবে  
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মতামত।


প্রেম চাই শান্তি চাই শুন্যতায় পূর্ণ্য অস্তিত্ব চাই
চাই মূর্খতার অন্ধকার ঠেলে জ্ঞানের তীব্র আলো,
যেখানে অকারণ মৃত্যু নয় রক্ত বহা ধ্বংস নয়
তাই শুন্যতায় না থেমে সম্মুখে হাঁটাটাই ভালো।  
.................................................................................
হলি আর্টিজান, গুলশান, ঢাকায় যে কষ্ট আর কান্নার ঘটনা ঘটে গেল তা সত্যি আমাদের বাংলাদেশি বাংগালি সমাজকে  এলোমেলো করে দিয়েছে যেন। সে অনুভূতিকে নিয়েই আমার এ খুদ্র প্রয়াস, আশা করি তোমাদের ভাল লাগবে...