বন্ধুরা আজ আমি তিরিশ বছরের বিবাহিত জীবন পার করছি। এমন দিনের স্মরণে আমার ক্ষুদ্র প্রয়াস...
...........................................................................


কি ভাবে যে দিন চলে যায়
পিছন ফিরে চেয়ে চেয়ে দেখি,
তোমার আমার তিরিশ বছর ধরে
ছাদের নীচে কাটছে জীবন একই।


মনে পড়ে তখন তোমার হাঁটা  
কুড়িটা বছর পার হবে বোধ হয়,  
আমি তখন পঁচিশ ছোঁয়া যুবক
ভালবাসায় কাঁপন লাগা হৃদয়।


কার্তিক কি- আসন্ন অঘ্রাণে
এমনই এক শিশির ভেজা দিনে,
তোমার প্রেমের পথকে আমিই প্রথম  
কপাল গুনে নিয়েছিলাম চিনে।


সে থেকেই তো শুরু দোঁহার জীবন
ভালবাসার ফসল আরও দুই,
জীবন যুদ্ধে অভাব সামাল দিতে
বেচিনি সে অনেক সুখের ভুঁই।  


নাহয় আমি পথ হারিয়ে আজও
তিরিশ বছর হাঁটছি তোমার পথে,
হাঁটতে চাই আরও হাজার বছর
কেবল যদি থাকো আমার সাথে।