শান্ত বিকেল আজ কেমন বড্ড অশান্ত ছিল
ঘন কালো জ্যৈষ্ঠ মেঘেদের ছিল না উড়াউড়ি,
সান্ধ্য পাখিদের নিড়ে ফেরা আর সূর্য ডোবা 
দেখতে ভালো লাগলেও ছিল না আজ ঘুরাঘুরি।


বিষন্নতার কথা বলতেও ভালো লাগে না এখন
ভালো লাগে না কাছে আছি নাকি অনেক দূরে,
কি হবে সেই একই অভিমান, একই অভিযোগ
খুঁজি না তাই কি অপেক্ষায় আছে অচিনপুরে।
  
চলে যেতে চাইলেও টেনে ধরে পেছন সময়
কত স্মৃতি, কত গান, ছিল কত মুগ্ধ কবিতা,
এখনও মননের গুহায় এক চিলতে রোদশব্দ
উঁকিঝুঁকি মারে- বলে যায় সংস্কৃত শুদ্ধ কথা।
  
প্রকৃত ভালোবাসা কি এতই শিশাসম ঠুনকো
অথবা মেঘ গুড়গুড় অশ্রুশুণ্য চোখের রুপ,
চাইলেই কি উধাও হওয়া যায় অস্তিত্ব থেকে
জীবন যুদ্ধ প্রেমেই গড়া নয়ত কেবল অন্ধকূপ।


তবুও প্রেম স্বাধীনতায় হারাতে চায় ইচ্ছেমত   
জানালা গলে সান্ধ্য পাখীদের সাথে চায় উড়তে,
প্রেম কি আঁচলে বেঁধে রাখা নিয়ন্ত্রিত গুচ্ছ চাবি
ইচ্ছে মত দ্বার খুলবে বা বন্ধ হবে ঘুরতে ঘুরতে!
 
০৫ জুন, ২০২০।