তরুলতা, ফুল, পাখি
ভালবাসার মানুষকে অনেক নামে ডাকাডাকি
ভালবাসা, মান অভিমান
ভুল বুঝাবুঝি নিয়ে মন খান খান
কাছে থেকে দূরে
বহু পথ ঘুরে
এ নিয়ে তো লিখা হল অনেক কবিতা
কখনও সেই পান্ডুলিপির খাতা
দেখল আলোর মুখ
কেউ পেলো সুখ, কেউ পেলো দুখ,  
শুন্য হল কারো বুক।


তাই ভাবছি এবার
প্রেম পিরিতির গুষ্টি করে উদ্ধার
কবিতা লিখব যেখানে থাকবে শুধু ভূত
“নানা বর্নের গাভীরে ভাই একই বরণ দুধ
জগত ভ্রমিয়া দেখি একই মায়ের পুত”
থাকবে তেতুল গাছের পেত্নী
থাকবে বৃহস্পতি শুক্র শনি
থাকবে তেতুল সমাচার
মন্ডুহীন ভুতের বিচিত্র আচার
অন্ততঃ প্রেম নিয়ে হবে না খুনসুটি
ভয়ে থাকব গুটিসুটি
তার পর রাতটা হলে পার
দিনের আলোয় ভাব্ব আবার
নিজেকে ভিন্ন মানুষ
আমি কষ্ট পাই তবু সকলেই থাক খুশ।