আছি ওর সাথে
অজিত কুমার কর

ছিল আছে
জন্মাবধি আপদে বিপদে
ওরা আছে।

গাছে গাছে
মাধবী শেফালি ছিল আজও হাসে
রঞ্জিত অধরে।

মধুকর
আসে রোজ কত, দিবসে বিরামহীন
গুনগুন করে।

আমিও নানান কাজে ব্যস্ত থাকি সারাদিন
যাই কাছে  
গোধূলির রং মেখে গা'য়ে।

অতিমারী, ঘরবন্দি, রসদ সংগ্রহ করি যত
লেখা আছে।

© অজিত কুমার কর