পঁচিশ বছর ধরে প্রতিদিন প্রাতে
সাইকেলে খবরের কাগজের বোঝা
নিয়ে আমার পত্রিকা ছুঁড়ে দেয় সোজা
দোতলার বারান্দায়, বৃষ্টিতে ঝঞ্ঝাতে।
কামাই করে না গিরি, কভু জ্বর গা-তে
ভোরেই বেরোতে হয় জামা নয় গোঁজা
ভজে কৃষ্ণনাম রোজ, চক্ষু দুটি বোজা
নজিরবিহীন নিষ্ঠা, প্রিয়তমা সাথে।


প্রভাতি কাগজ কোথা, খুঁজি দোতলায়
এখনো আসেনি কেন, কী এমন হলো
মোবাইলে ভেসে ওঠে স্ত্রীর আর্তনাদ।
পৌঁছে যাই অকুস্থলে, টোটো দ্রুত ধায়
চিকিৎসায় দিল সাড়া, চক্ষু ছলোছলো
ঈশ্বর করুণাময়,খুশির নিনাদ।