.           আমি কে তা ভুলে গেছি
                অজিত কুমার কর


মন মজেছে পলাশে       দুলে ওঠে উচ্ছ্বাসে
       অন্তরে তাই উথালপাতাল ঢেউ,
রং দিয়েছে, মেখেছি   নিজেকেই ভুলে গেছি
    এ কথা ও ছাড়া জানে না অন্য কেউ।


বাঁশরি রয়েছে হাতে   কী আবেগ আঁখিপাতে
         ভৈরবী নয় সুরেলা ইমন রাগে,
কিঙ্কিণি-নিক্কনে                দক্ষিণ সমীরণে
        সুরের লহরি ওর প্রতি অনুরাগে।


পলাশেই ভরা ডালি        তবু ফোটে বর্ণালি
       এটা কী মর্ত্য এ যেন স্বর্গলোক,
প্রশান্তি অন্তরে                  অক্ষরে অক্ষরে
    গেঁথেছি মালিকা দেখে শিমুল অশোক।


কত রং প্রকৃতিতে     চেয়েছি তা মেখে নিতে
        শেষ হবে সব ফুরোলে চৈত্র মাস,
যেয়ো নাকো ঋতুরাজ     শিল্পীত কারুকাজ  
         ক্ষণে ক্ষণে পাই সুরভিত নির্যাস।


© অজিত কুমার কর