রং লেগেছে আজকে মনে  উল্লসিত আমরা সব
রঙালি এই বিহুর নাচন বঙ্গবুকেও মহোৎসব।
চলছে ভাবের আদানপ্রদান বাংলা অসম ভিন্ন নয়
কপৌফুলের মালা খোঁপায় করল সবার চিত্ত জয়।


আনন্দের এই মুহূর্তরা বিদায় নিলেই মনখারাপ
মিলনগীতির ঝরনাধারায় ধুয়ে ফেলি মনস্তাপ।
প্রেম ও বিহু দুটি কুসুম সমীরণে দোদুল দোল
প্রিয়জনের স্পর্শ পেয়ে প্রিয়ার গালে পড়ল টোল।


নাচের তালে অঙ্গ দোলে উদ্বেলিত হয় যে মন
মনোহরণ নৃত্যশৈলী, দাগ রেখে যায় এই লগন।
আগলগুলো সব খুলে যায় যখন আসে ফাগুন মাস
কোকিল ডাকে কৃষ্ণচূড়ায় কোকিলা রয় তাহার পাশ।


এ যেন এক অন্য জগৎ প্রস্ফুটিত মনের ফুল
বিহুর লগন রয় না কেন থাকলে পরে হই আকুল।
রঙিলা তুই আসিস কেবল বছর পরে একটিবার
এসেই বলিস পালাই এবার আটকে রাখে সাধ্য কার!