হাড়কাঁপানো শীত পড়েছে গরম পোশাক নেই
কেমন করে কাটবে দুমাস  ভাবনা আমার এই।
একটামাত্র সুতির জামা ছিদ্র শত তায়
পথের পাশে ছাউনিটুকু, এমন কপাল হায়!
সকাল থেকে উদর খালি দুপুরবেলা ভাত
লঙ্কা পেঁয়াজ একটু লবণ তাতেই সাফা পাত।
বাবা মায়ের করুণ দশা কষ্ট করে খুব
সকালে যায় রাত্রে ফেরে সূর্য দিলে ডুব।
উল্টোদিকে যাদের বাড়ি তাদের মেয়ে রাই
অঢেল পোশাক রংবেরঙের যা চায় মেলে তাই।
আমায় ডেকে বলল সেদিন ‘এদিকে তুই আয়
তোর গায়ে যে কিচ্ছুটি নেই কী করে শীত যায়?
মা কে বলে কালকে দেবো নতুন সোয়েটার
দেখবি কেমন আরাম লাগে কাঁপবি না তুই আর।
মাঝে মাঝে খাবারও দেয় খুবই সরল মন
বলল আমায় ‘বন্ধু হলি খেলবো রে দুইজন।‘