আসুন সবাই সচেষ্ট হই
অজিত কুমার কর

কী যে ক্ষতি হচ্ছে ধরার
বলব কারে ভাইরে,
জীবের জীবন ওষ্ঠাগত
রেহাই কারও নাইরে।

অপরিসীম বায়ুদূষণ
বাঁচতে সবাই চাইতো,
জলে দূষণ খাদ্যে ভেজাল
অকালমৃত্যু তাইতো।

বিশ্রী রকম দৃশ্য দূষণ
চিত্তে আঘাত হানছে,
নজরদারি হচ্ছে না ঠিক
তাইতো আইন ভাঙছে।

দায়দায়িত্ব সব মানুষের
কবে মানুষ বুঝবে,
ধ্বংস হবে এই পৃথিবী
জলোচ্ছ্বাসে ডুববে।

সবাই যদি সচেষ্ট হই
তবেই আমরা বাঁচবো,
শপথ নিলাম মায়ের এ রূপ
যত্নে ধরে রাখবো।

© অজিত কুমার কর