উৎসারিত মনের আলো রয় না কেবল মনে
কাব্য হয়ে বেরিয়ে পড়ে কখন সংগোপনে ।
নিজেই পড়ি নিজের লেখা চিত্তে জাগায় সাড়া
প্রতিধ্বনি আঘাত হেনে আমারে দেয় তাড়া।
লেখাগুলোর আত্মপ্রকাশ ফেসবুকে ডট কমে
পাঠককে তা ভাবায় নাকি শুধুই নেটে জমে?
অ-কবি না কবি আমি থাক না দ্বন্দ্ব তোলা
ডিঙা আমার এগিয়ে চলে পেয়ে বাতাস খোলা।
তারার মতো নেইকো আলো তবুও প্রদীপ জ্বলে
তুলসিতলার আঁধার মোছে নিজের মনোবলে।
সান্ত্বনা এই করছি কিছু ব্যস্ত সদাই কাজে
যন্ত্রী আছেন অন্তরালে জানি না কোন সাজে।