নীলাম্বরী আঙিনায় মেঘের জটলা
উদাসী বাউল মন নীরদ অঙ্গনে
ওরা যে আমায় ডাকে ‘এবার সঙ্গ নে’
ও রুপসি বুঝি না রে রঙ্গ ছলাকলা।
পারি না এখন যেতে ওখানে একলা
বাঁধা আছি প্রেমডোরে অচ্ছেদ্য বন্ধনে
অযথা চায় না মন সম্পর্ক লঙ্ঘনে
রয়েছে কত-না কথা এখনো না-বলা।


চোখ ধাঁধানো আলোয় একী চিত্রলেখা!
এঁকে দাও নির্নিমেষে রূপসি রঙ্গিণী
চকিতে চমকি উঠি অলস দুপুরে।
করবী কাঞ্চন যূথী ময়ূরীর কেকা
হৃদয় ভরিয়ে দেয় কঙ্কণ কিঙ্কিণি
প্রেয়সীর সঙ্গসুখ চঞ্চল নূপুরে।