এ কী বিড়ম্বনা আজি বরষার জলে
ভোগান্তির অন্ত নেই ডুবে গেছে পথ
কলুষিত পরিবেশ এভাবে কি চলে
গৃহবন্দি মানুষের ভগ্ন মনোরথ।
সময় পেরিয়ে যায় কাটে না তিমির
জনপ্রতিনিধিদের চূড়ান্ত ব্যার্থতা
ওদের ভ্রুক্ষেপ নাই নির্জীব স্থবির
স্পর্শ করে না ওদের মানুষের ব্যথা।


স্বচ্ছতা দেখাতে হয় কাজে আর মনে
তা না করে ঝাড়ে শুধু বড় বড় বাত
মানুষ পায় না সাড়া কোনো আবেদনে
দানা বাঁধে ক্ষোভ বুকে বেরোবে নির্ঘাত।
ন্যূনতম পরিষেবা চায় জনগণ
সহজে মেটানো যায় কর্মে দিলে মন।