জ্ঞানতাপসের কল্যাণ-কর যেন এক সুধাধার
সাহসী মনের উজ্জ্বল আলো সরাল অন্ধকার।
ছাত্রদরদি পরম বন্ধু দানশীল আজীবন
শিক্ষাদান আর গবেষণায় নিয়োজিত তনুমন।


অভাবগ্রস্ত ছিলে না আদৌ, সচ্ছল পরিবার
তবুও তুচ্ছ পোশাক-আশাকে জীবন করেছ পার।
বাংলার বুকে প্রদীপের শিখা পটারি ও ক্যামিক্যাল
বিশ্ববাসীকে জানাতে প্রকাশ নতুন পিরিওডিক্যাল।


নীরব বাঙালি, করেনি পালন সার্ধশতবর্ষ
ঔদাসীন্য সারাটা বছর পড়েনি চোখে হর্ষ।
বিশ্বকবির ভাগ্যে জুটেছে দেশব্যাপী জয়গান
ক্ষমা করে দিয়ো আচার্যদেব না জানাক সম্মান।


পারদের সাথে যৌগ বানালে প্রশংসা পেল ঢের
বাংলার শির কতখানি উঁচু পাই সর্বদা টের।
ভূষিত করেছে রয়্যাল তোমায় বিশিষ্ট সম্মানে
প্রফুল্ল নাম চির ভাস্বর পৃথিবীর সবখানে।