তব অদর্শনে আজি বড় একা লাগে
রেখেছিলে ছত্র ধরে মাথার ওপর
কেউ তো আপন নয় সকলেই পর
শয়নে স্বপনে তবু তব স্মৃতি জাগে।
বিনা মেঘে বজ্রপাত প্রভাতের আগে
অমর্ত্য-উদ্যানে পাড়ি শূন্য খেলাঘর
আকাশ তমসাচ্ছন্ন রাত্রি দ্বিপ্রহর
এমন বিবাগী হলে কার অনুরাগে।


কায়া নিয়ে ছায়াছবি ভাসে স্মৃতিপটে
মুহূর্তে মিলায়ে যায় শূন্য চারিদিক
বিষণ্ণতা করে গ্রাস দিবস রজনি।
মেনে নিতে হয় সব যাহা নিত্য ঘটে
কেন যে এমন হয় ঠিক না বেঠিক
অশ্রু ঝরে অগোচরে বেদনা এমনি।