.           আমরা নিরুপায়
           অজিত কুমার কর

শীতের দাপট           ঘোর সংকট
           হিমে হাত-পা কাঁপে,
পেটে নেই ভাত     খাড়ার আঘাত
          জন্মেছি কোন্ পাপে?

যার আছে ঘর          হচ্ছে গোচর
           আছে তাদের গাড়ি,
ওমা এ কী                ওদের দেখি
             অর্থ কাঁড়িকাঁড়ি!

কেউ না দিলে           তিলে তিলে
                কষ্ট সহ্য করে
ধুঁকতে ধুঁকতে          এ রাজপথে
           যাবই আমরা মরে।

দুহাত বাড়াও           যা পার দাও
             মরব তা না হলে
সবাই মিলে              একটু দিলে
            পুড়ব না অনলে।

শুধু ভাত-শাক      গরম পোশাক
          এই শীতে পাই যদি,
বাঁচব আমরা      দেখবে তোমরা
            পথেই নিরবধি।

© অজিত কুমার কর