জাগরণে পোহাইল শ্রাবণশর্বরী
যাহার কোমল স্পর্শে প্রাণের স্পন্দন
সতত আমার হৃদে বেড়ায় সঞ্চরী
কুহেলিকা দিল ছেয়ে কানন নন্দন।
অমৃতলোকের যাত্রী জননী আমার
আমা সাথে মাতৃহারা ধবলী কাজলী
কে করিবে পরিচর্যা কত প্রিয় তাঁর
কাটিবে কেমনে কাল কাহারে মা বলি।


পৃথিবীর রূপ রস জননী-কল্যাণে
মাতৃমন্ত্রে দীক্ষালাভ পরম আহ্লাদে
নিমেষে বদল হল জীবনের মানে।
ভাবিনি এমন হবে ভরিল বিষাদে
অন্ধকারাচ্ছন্ন পথ কে দেখাবে দিশা
এখন ভরসা শুধু প্রেমময় ঈশা।


(মায়ের দ্বাবিংশতি প্রয়াণ দিবসে
সন্তানের শ্রদ্ধাঞ্জলি)