নাগাল পাবার প্রত্যাশাতে ভেবেই হলাম দিশাহারা
অধরা দূর দেয় কি ধরা দেয় না যেমন নভের তারা।
            তবুও মন মানে না যে
           হৃদয় মাঝে বংশী বাজে
দিতেও পারে অরূপ ধরা ভেঙে কঠিন পাষাণ কারা।
নাগাল পাবার প্রত্যাশাতে ভেবেই হলাম দিশাহারা।


অরুণ কেমন ময়ূখ দিয়ে দূর করে দেয় ধরার কালো
শ্রমের কোনও বিকল্প নেই আপন হৃদে প্রদীপ জ্বালো।
            গোলাপ সে তো গন্ধ বিলায়
              প্রতিদানে কিছুই না চায়
কাঙাল সে তো হয় না কভু জোগায় সাহস পিছে যারা।
নাগাল পাবার প্রত্যাশাতে ভেবেই হলাম দিশাহারা।