প্রতীক্ষায় রই বসে একা নদীকূলে
ঢেউ লেগে তরিখানি ওঠে দুলে দুলে।
পারে যায় আসে ফিরে কত লোক নিয়ে
যে যার গন্তব্যে যায় পারানিটা দিয়ে।
বিদায়ের আগে দেখি রঙ মেখে রাঙে
উথালিপাতালি ঢেউ  হৃদয়ের গাঙে।
কখন আসিবে ভেসে নূপুরের ধ্বনি
কে যেন জানিয়ে গেল নয় রে এখনি।


শেষ রোদটুকু লাগে অশথের শাখে
ঠমকি ঠমকি সখী পদচিহ্ন রাখে।
দৃষ্টি হেনে বাঁকা ভ্রু'র নেমে গেল ঘাটে
নীলাকাশ রেঙে ওঠে রবি যায় পাটে।
ঝাউ-ডালে পাখিদের শুনি কলগান
হাসির ঝিলিক দিয়ে ভাঙে অভিমান।