আচ্ছে দিনের দেখছি বহর
ব্যথার জ্বালায় মরছে লোক
আকাশপথে চলছে বিহার
হাত পা নেড়ে জানায় শোক।


বানের জলে ডুবছে মানুষ
বাড়ায় না হায় কেউ যে হাত
ঘরছাড়া এই মানুষগুলোর
মাথার ওপর নেইকো ছাত।


চাপানউতোর চলছে শুধুই
কে নেবে আজ এদের দায়
বানের জলে কান্না ভাসে
বাতাস খেয়ে পেট ভরায়।


বাঁচার জন্য চলছে লড়াই
টিকবে কীসে এদের প্রাণ
ঢুকছে না আর এসব কথা
বন্ধ এখন ওদের কান।


ভারতমাতা সকলের মা
করছো কেন বাছবিচার
খিদের জ্বালা নয় অসমান
ঘুচাও এদের দুঃখভার।