ফুরিয়ে গেল দিনের আলো
আঁধার এল নেমে
রাত পোহালে নতুন বছর
সময় রয় না থেমে।


চড়ক দিয়ে বিদায় বাঁশি
গণেশ দিয়ে শুরু
দগ্ধ হয়ে গন্ধ ছড়ায়
ধূপধুনো অগুরু।


নবীন প্রাতে পিতৃতর্পণ
চলে গঙ্গাস্নান
দক্ষিণেশ্বর কালীঘাটে
মাকে অর্ঘ্যদান।


শুভকাজের শুভারম্ভ
পহেলা বৈশাখে
বসন্তকে বিদায় দিতে
কোকিল কুহু ডাকে।


মিষ্টিমুখ আর এলাহি ভোজ
গায়ে নতুন জামা
সাগর যেন বলছে,‘এসো,
আজকে কীসের থামা।’


এ যেন এক মিলনমেলা
প্রীতির বিনিময়
শপথ নেবার মধুর এ ক্ষণ
‘আমরা করব জয়’।