মুশলধারায় বৃষ্টি নামে
বসে দুজন নদীর ধারে
স্রোতের টানে ছুটছে তরি
‘ভিড়াও মাঝি যাই ওপারে।‘


প্রণয়কাতর রাঙা ঠোঁটে
জড়িয়ে ধরে একটা চুমো
তলিয়ে দিল কোন অতলে
তপন-শশী এখন ঘুমো।


ভাটা পড়তে অনেক দেরি
হৃদয় দুটি উঠল রেঙে
বৃষ্টি বুঝি থামবে না আজ
প্লাবন কি সব দেবে ভেঙে।


কিছুই দেখা যাচ্ছে না আর
গাছের নীচে দাঁড়ায় গিয়ে
কীভাবে যে কাটল সময়
তিমির আসে আঁধার নিয়ে।