শিমুল-কুসুম কলি মেলিল নয়ন
এসেছে ফাগুন ওরে এসেছে ফাগুন
পলাশে রাঙালো কে গো এত সুনিপুণ!
বসন্তের অভিলাষ রবে যতক্ষণ
দোলাবে রাঙিয়ে দেবে ভোলাবে এ মন।
বাতাসে ঝলকে ওঠে ফাগের আগুন
গুঞ্জরে কাননে অলি গুন গুন গুন
এসেছে বসন্ত তাই বিলোল ভুবন।


যতনে মেলেছে তার অতুল সম্ভার
পুলক ভূলোক জুড়ে কুসুমে পল্লবে
চারিদিকে চঞ্চলতা আনন্দ অপার।
প্রজাপতির পাখায় আপন বৈভব
অকৃপণ ঋতুরাজ ঢেলে দেয় সব
খুশির প্লাবনে ভাসে আনন্দ উৎসব।