বিবেক-রবির আলোর দ্যুতিতে বিকশিত ক্রিস্টিন
প্রেম-শুচিতার কোমল স্পর্শে ব্যস্ততা নিশিদিন।
জ্যোতির্ময়ের ঝরনাধারায় অন্তরে কলরোল
নিজেকে সঁপেছেন জীবসেবায় প্রেমময় হিল্লোল।


জমে থাকা যত প্রশ্ন হৃদয়ে ডানা মেলে সত্বর
বিবেকানন্দের পূত-পরশে মিলে গেল উত্তর।
মুক্তিকামী ভগিনী ক্রিস্টিন হাজার দীপোদ্যানে
মহাসাগরের উত্তাল ঢেউ গুরুর মন্ত্র কানে।


আবির্ভাবেই প্রাপ্তি ঘটেছে দেবের আশীর্বাদ
কর্মনিপুণা সদা চঞ্চলা ভক্তিপ্রাণা নিখাদ।
সুধীরার সাথে পাঠদানেরত বালিকা বিদ্যালয়ে
সারদামায়ের ছত্রছায়ায় সুশীতল আশ্রয়ে।


গুরু স্বামীজির নির্দেশ মতো জীবের সেবায় ব্রতী
জীবন সঁপেছ জগদম্বাকে তিনিই দিব্যজ্যোতি।