সাধক দাদার সাধ্বী ভগিনী আদরনীয়া সুধীরা
দরাজ হৃদয় পরম দরদি, যেন আর এক মীরা।
আহ্বান এল রামকৃষ্ণের স্বপ্নের মাধ্যমে
‘অজ্ঞানতার কুয়াশা সরাতে রত হও উদ্যমে।’


যুগাবতারের দর্শিত পথে নিবেদিত তনুমন
পাঠদান শুরু নিবেদিতা স্কুলে সাধনায় নিমগন।
বিলিয়ে দিয়েছে অনাথ আতুরে অকুণ্ঠ ভালোবাসা
অসীম ধৈর্য মুখে প্রশান্তি নেই কোনও প্রত্যাশা।


নিবেদিতা-ক্রিস্টিন ও সুধীরা ত্রিবেণির সঙ্গম
পুণ্যসলিলা মন্দাকিনীর বারিসম মনোরম।
এক এক করে নিভিছে দেউটী প্রভুই দেখাল পথ
'প্রারব্ধ কাজ দ্রুতলয়ে সারো প্রস্তুত আছে রথ।'


বিশ্বেশ্বরের চরণতলে মণিকর্ণিকা ঘাটে
পুণ্যসলিলা গঙ্গার বুকে অর্যমা গেল পাটে।


(জন্ম হুগলি জেলার জেজুর গ্রামে ১৮ নভেম্বর ১৮৮৯। পিতা আশুতোষ বসুর দুই পুত্র ও চার কন্যার মধ্যে সুধীরা কনিষ্ঠা। বড়দা দেবব্রত স্বামী ব্রহ্মানন্দের শিষ্য। দীক্ষিত নাম প্রজ্ঞানন্দ।)