(শেষ হয়ে হইল না শেষ, আজ চতুর্থ কিস্তি)


প্রিয়া – চল আজ পশ্চিমে যাই
        ওদিকটা বেশ ফাঁকা তাই।
                 রুক্ষ মাটি      
               রঙিন গা-টি
        ওটাও সবুজ করতে চাই।


প্রিয় – তাই চলো, আলোয়ান নাও
          ঠাণ্ডা আছে গায়ে দাও।
               বইছে বাতাস
              হাসছে যে কাশ
         এদিকপানে একটু চাও।


প্রিয়া – কী ভালো যে লাগছে আজ
          ঊষর ভূমির মোহন সাজ।
                  লজ্জাবতী
                 লাজুক অতি
        ছুঁলেই কাতর এমন লাজ!


প্রিয় – কাব্য তুমি করলে বেশ
       ফুলকি ওড়ে হয় না শেষ।
             দেখলে কেমন
             জুড়োলো মন
       কী অনুপম আমার দেশ।


প্রিয়া – করতে হবে কঠোর শ্রম
         বাতাস দেবে প্রচুর দম।
                পথের পাশ
               আগাছা নাশ
         এসব কর্ম খুব কী কম?


প্রিয় – এবার ফিরি, আসব কাল
        আনব সাথে দা কোদাল।
              সাফাই আগে
               প্রভাতরাগে
       পুঁতব এবার বকুল তাল।


প্রিয়া – কালোজাম-আম পাকুড় বট
             কলা গৃহের সন্নিকট।
                  যত্ন নেবো    
                 জলও দেবো
          বাচ্চারা না পাকায় জট।


প্রিয় – ঝিঙে আলু সরষে তিল
      ছাড়লে পোনা উড়বে চিল।
               বেলি জবা    
                পুনর্নবা
       খুঁজলে পাব নয় অমিল।


প্রিয়া – আম্রশাখে মঞ্জরী
        ভ্রমর ওঠে গুঞ্জরি।
           জাম ধরেছে
           মন ভরেছে
      আসবে উড়ে কিন্নরী।


প্রিয় – যাওনা তুমি গোয়ালঘর
       রাখতে হবে রোজ নজর।
                বাছুর হবে
              ও দৌড়োবে
        করব ওকে খুব আদর।