শ্যামল শোভন দেশ ভারত আমার
সমগ্র ভারতবাসী বাঁধা ঐকতানে
সৌভ্রাতৃত্ব শুভবোধ সহিষ্ণুতা প্রাণে
সাগর-পর্বত-নদী সৌন্দর্য অপার।
কখনো হারাই বনে কী যে রূপ তার !
সীমাহীন পেলবতা বারে বারে টানে
পত্রের মর্মরধ্বনি, বিহগের গান
অপার্থিব অনুভুতি, ঝংকৃত সেতার।


ক’দিন ভ্রমণ লাগি যদি যাই দূরে
আল্পস আন্টারটিকা কিংবা মরিশাস
মন্দ লাগে না আমার, হাওয়া লাগে গায়
দিন গুনি কবে ফিরি, অন্ত অবকাশ।
এমনি মায়ের টান সে কি ভোলা যায়
ধরার নিসর্গশোভা দেখি ঘুরে ঘুরে।