এ দেশ আমার ভারতবর্ষ
পুণ্য মাতৃভূমি
শিয়রে দাঁড়িয়ে গিরি হিমালয়
চরণে সাগর চুমি।


চির পবিত্র স্বচ্ছ সলিলা
গঙ্গা রয়েছে সাথে
নর্মদা-তাপি-গোদাবরী-শোণ
জড়িয়ে রয়েছে গা'তে।


বুদ্ধ-নানক-গুরু গোবিন্দ
ভারতেরই সন্তান
নেতাজি-ভকত-চাণক্য-খনা
বেহুলা-সত্যবান।


রত্নগর্ভা ভারতবর্ষ
যে গরবিনি জননী
শ্রীরামকৃষ্ণ-শ্রীচৈতন্য
স্বামীজি-সারদামণি।


মা’র স্নেহ হতে বঞ্চিত নয়
হিন্দু মুসলমান
বৌদ্ধ-জৈন-দলিতেও নেই
ভেদাভেদ অভিমান।


তোমার কোলেতে পেয়েছি যে ঠাঁই
এই তো পরম পাওয়া
রেখেছ কেমন পরম আদরে
নেই আর কোনও চাওয়া।