হলদে হলো গাছের পাতা
বাতাস হলে পড়বে ঝরে
শেষ পৃষ্ঠায় জীবনখাতা
ধরণি তায় রাখবে ধরে।


এটাই হলো নিয়মনীতি
প্রবীণ যায় নবীন আসে
মিহিন সুরে গাইবে গীতি
র’বে তখন সবাই পাশে।


যে ঢেউ ওঠে সাগরবুকে
ক্ষণেক পরে লুটায় তলে
আবার সে তো অপার সুখে
চরের দিকে এগিয়ে চলে।


অহরহ ঘটছে এমন
কাতর হবার কী বা আছে
উচ্ছলতায় ভুবন ভরা
হৃদয় আমার তাথৈ নাচে।