বিফলতাই পথ দেখায়
অজিত কুমার কর


এভারেষ্টে পৌঁছাতে ভাই কষ্ট আছে খুব
তার বদলে সাগরজলে দিতেই পারি ডুব।
ঝড়ঝঞ্ঝা নাই ওখানে
যদিও ফুঁসে প্রবল টানে
হারিয়ে গেলে জানান দেবে ভুড়ভুড়ি গুবগুব।


জলের তলায় ঝিনুক আছে পাহাড়চূড়ে হিম
পেতে পারি অমূল্য ধন ভাবনা অতঃকিম।
অনন্য এক অনুভূতি
পূরণ হবে সব আকুতি
ঝরবে তুষার যেমন ঝরে বরষা রিমঝিম।


ভাবনা আমার পাখনা মেলে খুজবে অচিন দেশ
জুটবে পথে অনেক বাধা তার কি আছে শেষ?
আনন্দ আর দুঃখে ভরা
কোথাও বৃষ্টি কোথাও খরা
দেখতে পাবো ধরিত্রী মা'র বিচিত্র সব বেশ।


গতির নেশা তাড়িয়ে বেড়ায় জীবন যে জঙ্গম
স্থির হয়ে কি রইতে পারি অটুট রাখি দম।
সাফল্য না পেতে পারি
অভিজ্ঞতায় হবো ভারি
বিফলতাই রাস্তা দেখায় হবই পারঙ্গম।