শ্যামল মেঘের ঘটা বিস্তৃত অঙ্গনে
ওষ্ঠজুড়ে ম্লান হাসি বেদনাবিধুর
নয়নে অঞ্জনরেখা, সুরভি মধুর
জুঁইমালা কবরীতে, পড়ে আজ মনে।
অস্ফুটে কী যেন বলা বিদায়ের ক্ষণে
ছেড়ে গেল খেয়াতরি গড়াল দুপুর
প্রবল স্রোতের টানে পলকে সুদূর
ভেসে ওঠে কার মুখ নয়নের কোণে।


একাকী কেটেছে বেলা নেমেছে আঁধার
পেল না প্রকাশ কিছু রহিল গোপনে
মানে না অবুঝ মন এ কেমন খেলা!
নিঃসঙ্গ বিহঙ্গ কাঁদে কদম্বকাননে
বুঝিবে কে মনোব্যথা, নীরব নূপুর
সেও কি ভাবিছে বসে বিজনে একেলা।