ঝিল্লিমুখর সাঁঝে সেদিন তোমায়
দিয়েছিলেম বিদায়, ফিরিবে আবার
নিজ মহিমায় তুমি এমন আশায়,
ভরসা অগাধ ছিল, নীরব সেতার।
গর্মি গেল, বৃষ্টি হল সারাটা দুপুর
বাদল সাঁঝের খুশি, গ্রাস করে রবে
মনের কুসুমকলি, কথা-ছন্দ-সুর!
এখন সেসব কথা আসে অনুভবে।


থেকো না আড়ালে আর দূরে নীলাঞ্জনে
কাটাব কেমনে আজি আষাঢ়রজনি
এবার রাখিব বেঁধে অদৃশ্য বন্ধনে
সহে না বিরহব্যথা বোঝ না সজনি।
কদম্বকেশর ঝরে ওগো নীলাম্বরী
কুহরি কুহরি ওঠে হৃদয়মঞ্জরি।