বঙ্গের শ্রী তুমি মাতঙ্গিনী
ধন্য ভারতভূমি
মহাবিপ্লবী দুঃসাহসিনী
স্বপ্ন দেখালে তুমি।


নিশান হস্তে সকলের আগে
মুক্তির গান মুখে
এগিয়ে গিয়েছ নির্ভীকভাবে
অসীম সাহস বুকে।


বীরবিক্রমে রেখেছ অটুট
স্বদেশমাতার মান
গরিয়সী মা'র রক্ত শিরায়
পদতলে ফরমান।


বুলেট বুকে বন্দেমাতরম
সুমধুর মনোরম
ছিল উড্ডীন হাতের পতাকা
অক্ষত সম্ভ্রম।


মুক্তিসংগ্রামে অগ্রদূত
তুমি যে বীরাঙ্গনা
চির উজ্জ্বল তোমার কীর্তি
অমলিন স্মৃতিকণা।