ইনিই প্রথম বাঙালি যিনি বলেছেন সংসদে
বাংলাভাষার এ অপমান সইবো না পদে পদে।


পুব বাংলায় সংখ্যাগুরু বাংলায় কথা বলে
বাংলাই হোক রাষ্ট্রভাষা অনুপম ঝলমলে।


দম্ভে অন্ধ শাসকশ্রেণি জারি করে ফরমান
উর্দুই হবে জাতীয় ভাষা নিদারুণ অপমান।


চাপা দাবানল ছড়িয়ে পড়ে বাংলার জনমনে
ঝাঁপিয়ে পড়ে মান রক্ষায় যুবা-যূণী জনে জনে।


আন্দোলনের অগ্নিশিখা একুশে ফেব্রুয়ারি
বিশ্ব মাতৃভাষা দিবস স্বীকৃতি হ’ল জারি।


পাকিস্থানী শাসকের মনে জমা একরাশ ক্রোধ
সুযোগ এল বিদায়লগ্নে নির্মম প্রতিশোধ।


পিতাপুত্রের শেষ নিশ্বাস ময়নামতী জেলে
স্বাধীনতার পুণ্য লগ্নে মৃত্যু শক্তিশেলে।


দেখতে পেল না সূর্যোদয় স্বাধীন বাংলাদেশে
বিস্মরণে রইল স্বদেশে শান্তিতে অবশেষে।