বসন্ত-কূজন শোনে নববর্ষ এসে
কত কী যে দিয়ে গেছে নবীনের হাতে
যতনে লালিত হয়ে বেড়ে ওঠে যাতে
বৈশাখের যত ফল চোখে ওঠে ভেসে।
পেয়েছে বসন্ত-প্রেম গভীর আবেশে
নতুনের আগমনে খুশি আঁখিপাতে
কোকিল-কোকিলা গায় ঘুম ভাঙে প্রাতে
বিদায়ের ক্ষণেও সে গেল হেসে হেসে।


নবীনের আবাহনে মেতেছে বাঙালি
ব্যর্থতার যত গ্লানি ঝেড়ে ফেলে দিয়ে,
অনন্ত প্রত্যাশা বুকে, প্রভু দেবে ঢালি
অমৃতের সন্তানেরে হৃদয় ভরিয়ে।
সাফল্যের শীর্ষস্থান দেবে হাতছানি
একযোগে ব্রতী হলে জয়ী হবে জানি।