যেমন করে শিশির জমে
                        ঘাসে পাতায়
তেমন করে চাই যে আমি
                        তোমায় পেতে
মুক্তা হয়ে ছড়ায় দ্যুতি
                        নয়ন জুড়ায়
ডাকলে না তো একটিবারও
                        আমায় যেতে।


রাধার পায়ে রুমুর ঝুমুর
                        নূপুর বাজে
এমন ভাগ্য কার বা আছে
                        এই ভুবনে
লাগাও প্রভু সারাটা দিন
                        তোমার কাজে
কেমন করে কাটাই একা
                        বন-বিজনে।


চন্দ্রমা তো সর্বদা রয়
                       ধরার পাশে
তারই ছত্রছায়ায় থেকে
                       চলছে ঘুরে
ঊর্মিমালা সাগর-বুকে
                       কেমন হাসে
তোমার কোলে নাওনা টেনে
                       বাঁশির সুরে।


আশায় আশায় দিন কেটে যায়
                       দাওনি দেখা
পথ বলে দাও কেমন করে
                       তোমায় ডাকি
আর দেরি নেই ছুঁতে আমার
                       প্রান্তরেখা
শেষ প্রহরে বেঁধে দিয়ো
                       মিলনরাখি।