নামিল শ্রাবণসন্ধ্যা মেঘের ভ্রূকুটি
জ্বেলে দিয়ো দীপখানি রয়েছি বিজনে
বিজুরি চমক দিল গুরু গরজনে
ভয়ার্ত হৃদয়ে আমি চমকিয়া উঠি।
আকাশে চন্দ্রমা নেই পেয়েছে সে ছুটি
আঁধার ঘনিয়ে আসে আলয়ে কাননে
বাঁশিটি হারিয়ে গেছে ডাকিব কেমনে
জোনাকি জ্বালিল আলো একটি বা দুটি।


রিনিঝিনি ধ্বনি বাজে সে কার নূপুরে
চাপা পড়ে যায় তাহা ঝিঁঝিদের ডাকে
ভরে ওঠে গৃহকোণ ধূপের সুবাসে
উদাসীন করে দেয় যেন সে আমাকে।
বিকচ কদম্ব ফুল জানায় আভাসে
আসিবে নিশীথে আজি বাঁশরির সুরে।