দেশের পতাকা ওড়ে পতপত
অজিত কুমার কর


রক্ত না দিলে মেলে না তো স্বাধীনতা
পরাধীনতার গ্লানি ফোটে চোখে মুখে
বিদেশি শাসক ভীষণ অমানবিক
যত যন্ত্রণা জমে মানুষের বুকে।


মত প্রকাশের অধিকারটুকু নেই
দেশের মানুষ যা বলে গ্রাহ্য নয়
আইন-কানুন সব শাসকের হাতে
সহমর্মিতা নেই, বড় নির্দয়।


অসম লড়াই এঁটে ওঠা দুষ্কর
নির্ভীকতার শাস্তি কঠিন, ফাঁসি
বিচারের নামে চলে শুধু প্রহসন
শোকে ম্রিয়মাণ আপামর দেশবাসী।

জন্মভূমিকে স্বাধীন করার পণ
কবে সার্থক বলবে ভবিষ্যৎ
মৃত্যুর ভয়ে পিছপা হয়নি কেউ
বাঁচাতেই হবে দেশ-মা'র ইজ্জত।


লড়াই মানেই প্রচুর রক্ত ক্ষয়
খালি হয় রোজ কত জননীর কোল
বাতাসেই ভাসে মায়ের অশ্রুজল
গুলির শব্দে চাপা পড়ে কলরোল।


হটল শাসক স্বাধীনতা এলো শেষে
জাতির জীবনে এ এক পরম ক্ষণ
আমরা স্বাধীন, স্বাধীন সোনার দেশ
পতাকার তলে চলে শহিদ-স্মরণ।


© অজিত কুমার কর