পাহাড়ে তুষার ধস প্রকৃতি অশান্ত
অবরুদ্ধ যাত্রাপথ একী লীলাখেলা!
অভিযাত্রী কাল গুনে না হয়ে বিভ্রান্ত
ধৈর্যের পরীক্ষা চলে কাটে কত বেলা।
ধ্যানমগ্ন গিরিশৃঙ্গ সহাস্য প্রশান্ত
এখনি আকাশ নীল পরক্ষণে কালো
বারতা পাঠিয়ে বলে, ‘পান্থ হও ক্ষান্ত’
প্রতীক্ষার অবসান উদ্ভাসিত আলো।


যতই আসুক বাধা হয়ো না ব্যাকুল
বিজয়মালিকা হস্তে দেবী পিছু চলে
নিয়ত পরীক্ষা তাঁর  অকূলের কূল
যে জন সফল হয়, মালা দেয় গলে।
জীবন সতত খোঁজে জীবনের মানে
রহস্য উদ্ঘাটনের জন্য মন টানে।