দৃঢ়চেতা
অজিত কুমার কর

গোলামি করতে শেখেনি বাঙালি শিরদাঁড়া তাঁর সোজা
মাথা উঁচু করে বাঁচতে শিখেছে বয়ে চলে সব বোঝা।
জন্মভূমির দুঃখমোচনে হতে হবে আগুয়ান
দৃপ্তকণ্ঠে আহ্বান জানায় মুজিবুর রহমান।

আবালবৃদ্ধবনিতা সবাই শামিল হয়েছে ডাকে
বেরিয়ে এসেছে হাতিয়ার নিয়ে নিভৃতে কেহ না থাকে।
নয় মাস ধরে অসম লড়াই পরিশেষে এলো জয়
প্রথম প্রধানমন্ত্রী মুজিব নেই কারও সংশয়।

দেশের ভিতরে শত্রু প্রচুর চায় না দেশের ভালো
ঘাতকেরা এলো গভীর নিশীথে নিভে গেল সব আলো।
স্তব্ধ দুনিয়া স্তব্ধ বাঙালি ঘটে গেল অঘটন
রক্তের স্রোত সারা ঘরজুড়ে নৃশংসতা এমন!

এপারে তখন খুশির জোয়ার ওপারে দুঃখ রাশি
জাতির জীবনে নামল আঁধার দুটি দেশ পাশাপাশি।
স্বর্ণাক্ষরে লেখা আছে নাম আকাশে সমুজ্জ্বল
'মুজিব রয়েছে যায়নি হারিয়ে', বলে পদ্মার জল।

© অজিত কুমার কর