হিমের ভয়ে রইনি অন্তরীণ
হাঁটছি দুজন শ্লথ পায়ে
মাথায় টুপি চাদর গায়ে
বাঁধনহারা খুশি অন্তহীন।
চোখের পাতায় স্বপ্ন কতো
প্রস্ফুটিত ফুলের মতো
রাত ফুরোলে আসবে নতুন দিন।


কল্লোলিনীর আজকে ভিন্ন রূপ
মুখ লুকিয়ে আঁধার এখন চুপ।
নানা রঙের জ্বলছে বাতি
ঘড়ির কাঁটায় বাড়ছে রাতি
কাউন্টডাউন গীর্জায় গীর্জায়
উঠল বেজে ঘণ্টা বারোটায়।


দিনের চেয়ে উজ্জ্বল আজ রাত
জনস্রোতে পড়ছে নাকো ভাটা
ঘুড়ির মতো মনটাও ভোঁ-কাটা
জোড়ায় জোড়ায় হাঁটছে হাতে হাত
মিলনমেলায় জাতের মুণ্ডুপাত।


আমার হাতে প্রিয়ার কোমল কর
পাখির মতো উড়ছি এখন
ফুরোক রাত চায় না এ মন
উঠল ডেকে একটা নিশাচর
হোক-না এ পথ ভবিষ্যতের ঘর।