বিধাতার অভিজ্ঞান সুন্দরের হাতে
তাই তো সর্বত্র তাঁর ভ্রমণ অবাধ
বিদেশি কাবুলিওয়ালা সে তো সাধারণ
তাঁর একমাত্র কন্যা সুদূর কাবুলে।
খুকির মতন সেও খেলাতেই মাতে
পকেটে হাতের ছাপ, ক’বছর বাদ
এসেছে খুকির খোঁজে। ব্যস্ততা এখন
বিবাহ গোধূলিলগ্নে মেয়ে এলোচুলে।


বসে আছে রহমত ঘরের বাহিরে
বেরোই খুকুকে নিয়ে, দেখে রুদ্ধবাক!
জানায়-‘ আমার কন্যা এর মতো হবে।’
শোনো ভাই দেরি নয় যাও বাড়ি ফিরে।
আমার ও কাবুলির কোথায় ফারাক
সুন্দর ও অসুন্দর ভেদ কেন র'বে।