একবিংশ শতাব্দীতে একী অনাসৃষ্টি
একে অন্যের ওপর এতটা বিরূপ
বেরোল অন্তর হতে আদিম স্বরূপ
কে তবে করিবে রক্ষা সনাতন কৃষ্টি ।
কেন আজ মানুষের এত নীচ দৃষ্টি
শোণিতে কী লেখা থাকে দলিত অরূপ
মননে পশে না আলো অন্ধকার কূপ
বিনা মেঘে বজ্রপাত শুরু অগ্নিবৃষ্টি।


আরবসাগর-তীরে সুরম্য নগর
মুহূর্তে ছড়ালো দেশে হিংসার আগুন
সিংহাসনে নির্বিকার মুখে কালি চুন
জেনে গেল এ খবর বিশ্বচরাচর।
মানবধর্মই সার আর কিছু নয়
সুচেতনা মানুষের করে চিত্ত জয়।