কোথায় হারিয়ে গেল কে যাবে সন্ধানে
হাতে ছিল দাবিপত্র, চক্রীর ভ্রূকুটি;
উর্দু নয় বাংলা চাই তাও সসম্মানে
এগোচ্ছিল জনাকয় হেঁটে গুটিগুটি।
তরঙ্গিত হবে সুর ভাটিয়ালি গানে
‘দৃঢ় পণ কার্যসিদ্ধি, তাহলেই ছুটি ’
দিবারাত্র মাতৃভূমি বলে কানে কানে
‘থেমো না এগিয়ে যাও, নয় কোনো ত্রুটি’।


বক্ষভেদী বিষমাখা দুরন্ত বুলেট
সিক্ত হল মা'র বুক কাঁদে দূর্বাদল
ভাষা-মা যে বাকরুদ্ধ অশ্রু অনর্গল
পিছোলেই জননীর মাথা হবে হেঁট।
লেলিহান অগ্নিশিখা হৃদয় পঞ্জরে
‘ভাষা-মা’র মুক্তি চাই বিশ্বচরাচরে।