শকুনগুলোর কী আনন্দ ভাসছে জলে অঢেল লাশ
‘শাবাশ মায়ানমারের সেনা খুবলে খেয়ে পূরবে আশ।
সারাজীবন শুধুই গরু কিংবা পচা কুকুর মোষ
ওসবে আর মন ভরে না মানুষ খেলে বাড়বে জোশ।


জলে ওদের ফেলছ কেন ডাঙায় কোথাও ফেললে হয়
আয়েশ করে খেতাম তখন থাকত না আর কুমির-ভয়।
নরমাংসের অপূর্ব স্বাদ একটু চেখে দেখতে পারো
দমনপীড়ন চালাচ্ছ বেশ জীবনহরণ ক’রছ কারও।


সোনার মেডেল উপঢৌকন, পদোন্নতি  রুখবে কে
চালিয়ে যাও নিধনযজ্ঞ অন্ধ সবাই দেখবে কে!’
অতল জলে সু কি-র বিবেক নোবেল পাবার যোগ্য নয়
ফিরিয়ে নেওয়া খুব জরুরি তবেই যদি সজাগ হয়।