সংখ্যাগুলো তোমার বন্ধু,
ওদের সাথেই যত অন্তরঙ্গতা,
চিন্তনে মননে সর্বদা অনন্ত আকাশে
তোমার বিচরণ।
আর পাঁচজনের কাছে
এক হাজার সাতশো উনত্রিশ সংখ্যাটি
তুচ্ছ হলেও
তোমার নিকট তা বিশিষ্ট, অশেষ গুণসম্পন্ন।
ক্ষণিকে অবলীলায় তুমি বলে দিলে
ও’টি এমন এক ক্ষুদ্রতম সংখ্যা
যা দু’ভাবে দুটি সংখ্যার ঘনফলের যোগফল।
কী অসীম তোমার অন্তদৃষ্টি!


যে বিড়ম্বনা তুমি পেয়েছ
তার জন্য ভারতবাসীর মুখ লুকাবার জায়গা নেই।
সামান্য গ্রাসাচ্ছাদনের ব্যবস্থাও কেউ করেনি।
সে ব্যর্থতা কেবল ভারতবাসীর নয়,
সমগ্র বিশ্ববাসীর।
তুমি ক্ষণজন্মা, বিশ্বের বিস্ময়।
তোমার অমূল্য অবদান
গণিত শাস্ত্রকে সমৃদ্ধ করেছে।
গণিতাকাশে উল্কার বেগে তোমার আবির্ভাব,
তীব্র আলোর ঝলকানি দিয়ে অন্তর্ধান।


( ১ এর ঘন + ১২ র ঘন = ৯ এর ঘন + ১০ এর ঘন = ১৭২৯ )